আমার শহর বদলাচ্ছে

আমার শহর বদলাচ্ছে
তার ডানা গজিয়েছে, আর বেরিয়েছে অনেক হাত পা
আমার শহর বদলাচ্ছে
তার মাটির গন্ধ আজ কংক্রিটের ভিড়ে চাপা
আমার শহর বদলাচ্ছে
সিগারেট ফুঁকে মদে ডুবে চলছে বড়লোকি মাপা
আমার শহর বদলাচ্ছে
রিল বানিয়ে প্রাণের শহরের কচিকাঁচা এখন মোবাইলে ল্যাপা
আমার শহর বদলাচ্ছে
তার পোশাক আশাক আর চোখে পড়ে না চেহারা সব ফোলা ফাঁপা
আমার শহর বদলাচ্ছে
খাচ্ছে যত্তসব জাঙ্ক ফুড, মেনুতে এখন যেমনখুশী তেলে ভাজা কাটলেটের মিছিল সঙ্গে মোমো স্টিমে ভাঁপা
আমার শহর বদলাচ্ছে
ঠেক বেড়ে উঠছে, ফুর্তির ফোয়ারা যত্র তত্র, পার্টির কেরামতি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবার দেওয়ালে ছাপা
আমার শহর বদলাচ্ছে
শিষ্টাচার খুইয়ে অর্ধনগ্ন শিক্ষা নিয়ে অমুকের দুলালের ঘরে আজ সেরার শিরোপা
আমার শহর বদলাচ্ছে
রবি নজরুল সুকান্ত মধুকবির সুবাস ভুলে শুরু করেছে বিলেতি সুর জপা
আমার শহর বদলাচ্ছে
মন বলে কিছু দরকার নেই তার, টাকার অঙ্কটাই আসল, টাকা থাকলে গজায় হাত পা
আমার শহর বদলাচ্ছে
বাংলা আবার ভাষা নাকি, সাহেবী ইংরেজির চক্করে সব বাবাই আজ পাপা
আমার শহর বদলাচ্ছে
গাছ কেটে প্লট কেনা বেচা করে দালালের মুখে চোপা
আমার শহর বদলাচ্ছে
এখন শুদ্ধ বাতাসের বদলে তাই দূষণের সমুদ্দুরে ঝাঁপা
আমার শহর বদলাচ্ছে
কিন্তু এ বদল নিজেদের শেষ করার আগে জেগে ওঠ ওরে ক্ষ্যাপা।