মধ্যবিত্ত
বড়লোক হয় আরও উঁচু জায়গায় অথবা একই জায়গায় বসে
গরীব নামছে ধীরে ধীরে নীচে দুঃখের দেওয়াল ঘেঁষে
বড়লোক শেয়ার নড়িয়ে দিয়ে নিজে ছুটে পালায়, করে না নড়ন চড়ন
গরীব পুড়ে মরে অথবা সাজা খাটে জীবন মরণ
এই দুইয়ের চাইতে আলাদা রয়েছে আরেক প্রজাতি
মধ্যবিত্ত নাম তার, সে বিরল এক জীব, অদ্ভুত তার প্রকৃতি
ক্ষণে ক্ষণে ঠোকা খাচ্ছে, উলটে পড়ে যাচ্ছে
তবু সেখানেই রয়েছে, যতক্ষণ না এক্কেবারে হেরে যাচ্ছে নয়তো কিছু পাচ্ছে
এর সমগোত্রীয় দুনিয়ায় আর খুঁজে পাওয়া ভার
এর ভাগ্যে তবু কেন জানি না, শুধুই জোটে স্বান্তনা পুরস্কার।