স্মৃতির সরণী বেয়ে উঁকি দেয় সেই দিনগুলো
মোদের হারিয়ে আজ একা একা ধকল সয়
গাছের ছায়ায় নিরিবিলি বসা বিকেলগুলো
সময়ের মরীচিকা হয়ে আজ ভ্রাম্যময়
কুয়াশা মাখা শীতের আমেজ ভরা সকালগুলো
দূষণের কোপে হারাতে বসেছে পরিচয়।