অথই জল, কুল নাহি পাই, চিন্তনে মোর জনসমুদ্র
হেথা- হোথা শুধু হোর্ডিংয়ের ভিড়, ফুটপাতের শোভা দারিদ্র।
আত্মসম্মান নিলামে গিয়েছে, লজ্জা খেয়েছি বেচে
মধ্যবিত্ত বাজারে, অফিসে, ঘরেতে- বাইরে ছ্যাঁকা খায় উনুনের আঁচে।
ধনী ছিল যে সে ধনীই রইল, গরীব শুধু দিন গোনে
মাঝেতে যারা পড়ল তারা মিথ্যা আশায় স্বপ্ন বোনে।
লিখতে বসলে কবিতার নাম কি দেওয়া যায়, সকলেরে করি জিজ্ঞাসা
মতামত শুনেটুনে সব, শেষে ভাবলাম "মাঝের কবিতা" নামখানা বেশ খাসা।