অনন্য ত্রিপুরা
প্রকৃতি দুই হাত মেলে হেথা ডাকছে
দুধারে সুউচ্চ মাটির পাহাড় যেন আমায় দেখে সাজছে
চা বাগান মাঝে মাঝেই ধাপে ধাপে চোখ টানে
রাবারের চাষে ত্রিপুরা ভারতে বেশ উঁচু স্থানে
ছোট্ট পাহাড়ী রাজ্য খেলা করছে নিজের ছলে
বাংলাদেশ উঁকি দিচ্ছে ওদিক থেকে পদ্মা পাড়ের জলে
জগন্নাথ বাড়ির রথ কিংবা ত্রিপুরার রাজবাড়ি
বারেবারে মন টানে কাঁটাতারের এপারে কসবা কালীবাড়ি
স্বচ্ছ সফেদ নীরমহল স্বয়ং জলের উপর একা বসে প্রতীক্ষায়
কখন পর্যটক নৌকা চড়ে আসবে তারই আঙিনায়
মাতাবাড়ি অর্থাৎ মা ত্রিপুরেশ্বরীর মহিমার নেইকো কোন শেষ
ঊনকোটির ঐতিহাসিক প্রেক্ষাপট ধরিয়ে দেয় এক অনাবিল আবেশ
কম কথায় ব্যাখ্যা করা মুশকিল ত্রিপুরা রাজ্যের কথা
বাকিটুকু মনের মণিকোঠায় রইল তোলা, শুধু বলি এ রাজ্য বাঙালি ও বাংলা ভাষার গল্প গাঁথা।