শোনো হে মানব
শোনো হে মানব, অনেক তো খেয়ালখুশি মতো চললে
অট্টালিকার সমুদ্রে ডুবে একের পর এক জঙ্গল সাফ করে ফেললে
যার সৃজনে জন্ম তারেই এখন ক্রমশ করছ তুচ্ছ জ্ঞান
অকৃতজ্ঞ তুমি আবার সেই মেদিনীর সর্বস্ব লুটে করছ নিজেরই আখ্যান
তোমাকে এত বুদ্ধিমান করে সৃষ্টি করে কি জানতেন বিধাতা
সেই মানবই এখন নিজেরে ভাবতে শুরু করেছে জগতের হত্তাকর্তা
আশু মহা প্রলয়ের দিকে মানব নিজেই এক পা বাড়িয়ে
পাপের ঘড়া ভরতে ভরতে প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে
অবকাশ খুব নেই, সামনে চিন্তা রুপী দানব
তোমার তৈরী বিরাট কংক্রিটের তলে তুমিই চাপা পড়বে হে মানব।