এবারের ত্রিপুর কাঞ্চন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য বোধ করছি।পরিতোষ বাবুকে আলাদা করে ধন্যবাদ দিয়ে ছোট করছি না।ওনার আন্তরীকতা, আতিথেয়তা মুগ্ধ করেছে।অসাধারণ সম্মিলন ঘটেছে।
এপার ওপার দুইপার মিলে কোথাও যেন একাকার হয়ে যায় গিয়েছে।
আমার ভাষায় ছোট্ট করে দু পংক্তি- " এপার ওপার ওসব তোলা থাক ঘুন ধরা সিন্দুকে
কেবলই বাংলা মা জেগে থাক মোদের বুকে।"
নব প্রান্তিক কে অজস্র শুভকামনা রইলো আমার পুরো পরিবারের তরফ থেকে।
আমার উপরি পাওনা ছিল আমার সঙ্গে প্রতি পদে উপস্তিত আমার বাবা মা ।তার ওপর ওনাদের উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা দেওয়ায় চোখের জল খুব কষ্টে সামলেছি।
বেশি বলতে পারি না।গোলমাল বেঁধে যায়।
তবে ত্রিপুরা যে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে থাকবে,থাকছে একথা বলাই বাহুল্য।আরেকটি ত্রিপুর কাঞ্চন এর বিনম্র আবেদন রাখছি।প্রত্যেকটি মানুষ যারা এই বাংলা কবিতা ডট কম নামক আবেগের সাথে কোন না কোন ভাবে জড়িত তাদের প্রতি সম্মান জানিয়ে ত্রিপুর কাঞ্চন দ্বিতীয় ভাগের আবেগপুর্ন আবেদন জানালাম।
যদি কিছু বেশি বলে বা দাবী করে থাকি তাহলে নিজগুণে মাফ করে দেবেন।
সুস্থ থাকুন, উজ্জীবিত থাকুন আর সর্বোপরি কবিতায় থাকুন।