খুব পেয়েছি ভাল, আমি খুব পেয়েছি ভাল
নম্বর আমি কাঁড়ি কাঁড়ি পেলাম, বেশ হয়েছে ভাল
স্কুল না গিয়ে বাড়ি বসে বসে ল্যাদ খাচ্ছি ভাল
খুব পেয়েছি ভাল, আমি খুব পেয়েছি ভাল
ইন্টারনেট- মোবাইল- ইন্টারনেট এই রুটিনটাই ভাল
ফালতু ফালতু বইগুলো গেছে, বেশ হয়েছে ভাল
খুব পেয়েছি ভাল, আমি খুব পেয়েছি ভাল
ইন্টারনেট- ফেসবুক -চ্যাটিং শিখে নিয়েছি ভাল
লাইক- শেয়ার- ফলো- কমেন্ট সবই বুঝে গিয়েছি ভাল
খুব পেয়েছি ভাল, আমি খুব পেয়েছি ভাল
কেতাবি বিদ্যে নাই বা থাকল, ইনস্টায় থাকা ভাল
পকেটে হাত দিয়ে হিরো সেজে হাতা গোটানোই ভাল
খুব পেয়েছি ভাল, আমি খুব পেয়েছি ভাল
পেটে বিদ্যে থাকুক না থাকুক, দলবাজি বেশ ভাল
মন্ত্রী- সান্ত্রী চাকরী দেবে, এ স্বপ্ন দেখাই ভাল
খুব পেয়েছি ভাল, আমি খুব পেয়েছি ভাল
বড় হয়ে কি হব না হব, বেশি না ভাবাই ভাল
বাপের টাকায় মৌজ হয়ে যাক, এইতো বেশ ভাল
খুব পেয়েছি ভাল, আমি খুব পেয়েছি ভাল ।