এই পথে আমি ফিরে আসতে চাইনি
কিন্তু আসতে হলো
কেন তা পথকেই জিজ্ঞাসা করো
বহুবার এই ক্লান্ত শরীর একটু বিশ্রাম চেয়েছে
কিন্তু পেয়েছে কি?
জানার থাকলে নিজেদের প্রশ্ন করো
ভারাক্রান্ত হৃদয় শুধু একটু মুখ গুমড়ে কাঁদতে চেয়েছে
সে উল্টে বারবার হাসতে বাধ্য হয়েছে
তোমার বিবেক বেঁচে থাকলে খুঁজে দেখো একবার
আমার বিশ্বাস তুমি আমায় ভিড়ে হারিয়ে ফেলবে