এই পথে আমি ফিরে আসতে চাইনি
কিন্তু আসতে হলো
কেন তা পথকেই জিজ্ঞাসা করো
বহুবার এই ক্লান্ত শরীর একটু বিশ্রাম চেয়েছে
কিন্তু পেয়েছে কি
জানার থাকলে নিজেদের প্রশ্ন করো
ভারাক্রান্ত হৃদয় শুধু একটু মুখ গুমড়ে কাঁদতে চেয়েছে
সে উল্টে বারবার হাসতে বাধ্য হয়েছে
তোমাদের বিবেক থাকলে খুঁজে দেখো একবার
আমার বিশ্বাস তোমরা আর কিছুই হতে পারবে না
উৎসবে নাচন কোন্দন করে উল্লাসে মেতে উঠবে
নয়তো বা ধামাধরা হয়ে ওই অন্ধকারের পায়েই লুটিয়ে পড়বে
শাস্তি দেওয়ার নামে চলছে খেলা
আর খবরে এর তার হুজ্জুতির মেলা
তদন্ত না ছাই, মিথ্যাই ওসব অমুক বাবুদের বেলা
তাই বলি গর্জে ওঠো, নয়তো  বুঝতে পারবে ঠ্যালা।