হেথা হোথা ছাড়ি কোথা খুঁজিছ রতন
যেজনের হস্তগত করিয়াছ জমি, সে আজ তোমার নিকট দুর্জন
কোথা কোথা রাখিছ লুকায়ে গুপ্তধন
ভাবিছ সবারে অবহেলা করিয়া পাইবে অমূল্য ধন
স্বপনে শয়নে যারে হেলাফেলা করিছ
গোপনে বিরহে ফের তারে চাহিছ
কবির লেখনীর যদি ক্ষমতা না জান রাজন
তোমার ঔদ্ধত্যেই হবে তব সাম্রাজ্য পতন।