(অপু ওরফে মহান অভিনেতা সৌমিত্র বাবুর স্মরণে )
'অপুর সংসার ' মোদের অভিমান ,
এই তো 'বেলাশুরু' , এখনই থামবে না অমর 'অভিযান' ,
যেতে ' হীরক রাজার দেশে' - তে ,
'ঝিন্দের বন্দী' হয়ে 'সোনার কেল্লা' গড়তে,
চাই সেই 'জয়বাবা ফেলুনাথ' - কেই,
'আতঙ্ক ' যখন চারিদিকেই,
'অশনি সংকেত' বয়ে আনতে আনতে ,
'অপরাজিত' চলে গেলেন 'বেলাশেষে' -তে,
আজ 'কোনি' ফাইট বলার রইল না কেউ বাকি ,
'হয়তো তোমারই জন্য' বঙ্গ হল ধন্য বৈকি ,
তোমার 'অরন্যের দিনরাত্রি ' -র 'শাখাপ্রশাখা' থেকে ,
জন্ম নিক 'ঘরে বাইরে ' সৌমিত্র দিকে দিকে,
' প্রাক্তন' হবে না তোমার 'দেবী' , ' তিন কন্যা ' -র সৌরভ,
বিশ্বের দরবারে তুমি বাঙালির গৌরব।