পাঁচবার জিতে 'সাম্বা' ব্রাজিল এইবার বুঝি ক্লান্ত
ট্র্যাজিক নায়ক কাকা -কে  লালকার্ডেই এবার থাকতে হল শান্ত
'দুঙ্গা'-র কোচিং গিয়েছে আগেই, এবার কি তবে স্বয়ং মারাদোনা
গোল না দেওয়া মেসি-কে দেখে স্তব্ধ হল কোচের আনাগোনা
দক্ষিণ আফ্রিকার আশা আগেই গিয়েছে চলে
একে একে বিদায় নিলো সব বিজ্ঞেরা নয়ন মেলে
'ব্ল্যাক হর্স ' জার্মানি-টা আবার গেলো সেমি-তে
কিন্তু স্পেন -এর পিয়োল -এর গোলে মাঠ ছাড়লো শূন্য হাতে।







সন ২০১০