এবারের ফুটবল বিশ্বকাপে কি অঘটনই না ঘটলো
দেখলেন তো কেমন করে নামকরা দলগুলো ছিটকে গেলো
প্রথম থেকেই নড়বড়ে ছিল আগেরবারের রানার্স
তার উপরে বিগড়ে ছিল ফ্রেঞ্চ ফুটবলারদের ম্যানার্স
শৃঙ্খলাহীন ফ্রান্সটা এবার ছন্নছাড়া শুরু থেকেই
তাই ছিটকে গেলো বিশ্বকাপ থেকে এবার আগেভাগেই
আগেরবারের চ্যাম্পিয়ন ইতালিও গিয়েছে বেরিয়ে
ইংল্যান্ডকে হারিয়ে দিলেন রেফারি নিশ্চিত গোল না দিয়ে



সন ২০১০