শিক্ষা আজ পথে নেমেছে, শিল্প গিয়েছে বাড়ি
জনতার লুটে পুটে খেয়ে শাসকের শরীর হয়েছে ভারী
সোনার বাংলা আজ দ্বিধাবিভক্ত, এটা বোঝা দরকারী
নির্বোধ জনগন তবু চোখ বুজে শুয়ে, তাই বঙ্গ জুড়ে আজ শুধুই ভন্ড ব্যাপারী
খেলতে খেলতে অভ্যস্ত শাসক, মাঝে মাঝে ছুঁড়ে দেয় ভাত তরকারী
এঁটো কাটা খেয়ে পেট ভরে আর কিছু টাকা ভিক্ষার ঝুলিতে ঢুকে মিটে যায় মাসকাবাড়ি
ধর্ম আজ কেবলই হাতিয়ার, জাতির নামে চলছে গদ্দারি
ভাই ভাই আজ আর রাম রহিম মানে না, তাদের মনে বিষ ঢেলে তাই পাষন্ড শাসকের পাল্লাভারী
উলংগ উন্মত্ত অর্বাচিন এই শাসন ব্যবস্থা যেখানে রক্ষ্কেরা সবাই চালায় মনুষ্যত্বের চোরা কারবারি
বঙ্গবাসী আর কবে বুঝবে যে কে খাঁটি আর কে মুখোশধারী
এই মিথ্যের স্বর্গে বাস করে মান ইজ্জত আগেই করেছে আড়ি
আর এভাবে চললে অল্পদিনেই বঙ্গবাসীর ঘুঁচবে টাকা পয়সা ঘরবাড়ি।