মাতোয়ারা কলেজের বিকেলের ফাঁকা ক্যাম্পাসে
ফিরে আসত ফুরফুরে চুলে সে
র্যাগিং ভরা সন্ধ্যের ভয় পেরিয়ে রাতের স্বপ্নের দেশে
আবার কিছু নতুন চেনার তাগিদ দিত সে
'বাঙ্ক' করা ক্লাসের ভিড়ে অচেনা সুদূর ক্যানভাসে
খুঁজে নিত উঁকি দিয়ে আমায়, সামনে হঠাৎ দাঁড়াত এক চেনা ভঙ্গীতে সে
এক্সামের খুব চাপ নেবার সময় মাঝরাতের ঘুমের আবেশে
কে জানে কখন এসে পাশে বসত সে
কল্পনা হলেও ঠিক যেন জ্যান্ত মূর্তি, যে কিনা জেগে ওঠে শুধু অবকাশে
'বেস্ট অব লাক' বলে সাড়া দিত সে
আজ প্রায় এক দশক হল আর কেউ নেই, গন্ধ মলিন ফুলের সুবাসে
সব বন্ধুরা অতীত হয়েছে প্রায়, আর আসে না সে
সে কি বলাকার পারে গিয়ে মিশেছে, নাকি পরী হয়ে গিয়েছে ডানায় ভেসে
কে জানে, তবুও তো 'প্রথম কল্পনা' সে।