তুমি বলতে ছেঁড়া বইয়ের পাতায় আমাকে কি খোঁজ?
তোমার কি হৃদয় নেই?
বসন্তে বলতে - পলাশের মালা খোঁপায় গেঁথে হেঁসে উঠছ রোজ
আমাকে কি একবার তাকিয়ে দেখতে নেই?
আরও বলতে -সেই কবে দুজনে দেখে এসেছি পানের বরজ
আর কি ঘুরতে যেতে নেই?
আর সেই তুমি কিনা বিদায়বেলায় আর মোরে রাখলে না সঙ্গে করে তোমার রক্ষা কবজ
আমার কথা কি একটুও শুনতে নেই?
তুমি ছাড়া এ জীবন কাটানো নয়কো সহজ
একথা কি বুঝতে নেই?
ক্ষমা করে দিও আমায় সরোজ
তবে ওপার থেকে কি একবারটি কাছে ডেকে নিতে নেই?
( এক বৃদ্ধের কথায় তার স্ত্রীর স্মৃতিচারণা)