শেষ (এক অসমাপ্ত কবিতা মানুষের জন্য )
খুঁজে পেয়েছি একফালি রোদ,
চাঁদের আলো
পাচ্ছি না মানুষের নাম গন্ধ
কোথায় তারা ?
রাস্তার ধারে পড়ে
হাড়গোড় আর 'ফসিলস' থুড়ি জীবাশ্ম
একি! এতো দেখি মানুষের
হ্যাঁ, ঠিক তাই
তবে কি সব শেষ
আর .........।।
(সুনামীর সময় লিখেছিলাম)