রঙিন সার্টিফিকেট আজ সাদাকালো লাগে
খাবারের গ্রাসে ধীরে ধীরে অনিহা জাগে
সুগন্ধি ফুলের সুবাসও হয়ে গেছে ফিকে
বুক চাপা আর্তনাদ শুধু দিকে দিকে
কারিগর শুধুই ওই কাগজের পাতায়
লাখ টাকার স্বপ্ন নিজেই শুয়ে ছেঁড়া কাঁথায়
ভালো দিনের পদ্ম কিংবা ভোরের ঘাসফুল
মাঠের কাস্তে হাতে ধরে করেছি যে ভুল
বড্ড বেরঙ আজ জীবনের ক্যানভাস
দম বন্ধ হয়ে যাচ্ছে ফুলে উঠছে শ্বাস ।