শিক্ষিত বেকার
আবার সেই পুরনো ব্যথা
জেগে উঠে শেষ করে দিতে চায় আমায়
কিসের টানে বুঝিনা, না বলা সব কথা
ফিরে ফিরে কৈফিয়ৎ চায় আমায়
শীতের রাতের জড়িয়ে থাকা কাঁথা
আর যেন আরাম দেয় না আমায়
প্রতিনিয়ত বোঝা বাড়ছে, ভারী হচ্ছে মাথা
এযেন বিশাল কোন বিষধর সাপ পেঁচিয়ে ধরেছে আমায়
আজ ধীরে ধীরে হয়ে গেছি খরচের খাতা
বলার মধ্যে শিক্ষিত বেকার নামেই চেনা যায় আমায়