ছোটবেলার আশা ছিল এক
এখন হয়ে উঠছি আরেক
চেয়েছিলাম দেশসেবক হতে
পরে পেল অন্য এক ভূতে
দিন পেরোল, রাত- ভোর হল
প্রথম সাধ সাঙ্গ হল
চাইলাম এবার ব্যাট হাতে নিতে
সারাদিন খেলছি নিজের ইচ্ছার জগতে
হঠাৎ একদিন পরলাম কাছাড়
দেখলাম ব্যাট হয়েছে পগারপার
স্কুল পেরিয়ে কলেজে ভর্তি
ইঞ্জিনিয়ার হওয়ার শুরু প্রস্তুতি
হলামও একদিন ইঞ্জিনিয়ার
গল্প কি এখানেই ছিল শেষ হবার
না বোধহয় কপালে ছিল অনেক
দেখবার আরও আছে লড়াই হাজার এক।