কচি পাঁঠার ঝোলে তোমার দিন শুরু
গ্লাস গ্লাস সুরা আমায় দেখিয়ে বেশ গিলছ গুরু
তোমার চশমাতে দেখছ রঙিন সবকিছু
আমার ঘোলাটে চোখ আমায় টানছে পিছু
আমার ঘরেতে চাল নাই
তোমার দালানে লেগেছে মোচ্ছব।
তোমার দাপটে বাইরে বেরনো বিপদ
যতই তাড়াই তবু দালানে ঘুরছে শ্বাপদ
গুলতানি মেরে গদিতে বসছ বছর বছর
আমার বলা বারণ, বললে রয়েছে খবর
আমার ঘরেতে চাল নাই
তোমার দালানে লেগেছে মোচ্ছব । ।
বোমা মারছ ঘরে তার, যার মুখ খুলছে একবার
আমার শব্দ গলার ভেতরেই আটকে যাচ্ছে বারবার
চুরি কর অথবা ডাকাতি কর, তোমায় ধরে সাধ্যি কার
আমার 'নাই দোষ` ও - 'সব দোষ` - এসব আইনের কারবার
আমার ঘরেতে চাল নাই
তোমার দালানে লেগেছে মোচ্ছব । । ।
তোমার ছবি খবরের পাতায়, তোমরা সপরিবারে টিভির পর্দায়
আমার ঘরের মেধাবী ছেলে ঘরে বসে বসে বেকার হয়ে দিন কাটায়
চাকরী সব পয়সার বিনিময়ে, সব কেনা - বেচা হচ্ছে তোমাদের এসি কামরায়
আমার টাকা নাই তাই আমি খেটে মরি, আর আমার মতোরা বসে কপাল চাপড়ায়
আমার ঘরেতে চাল নাই
তোমার দালানে লেগেছে মোচ্ছব । । । ।
সাজা তোমার হলেও বা তবু তা লঘু অথবা লোক দেখানো
আমার বেলায় গুরু দণ্ড, পাপ তা যতই ছোট হোক বা কিংবা হোক তোমাদেরই সাজানো
তুমি ছাড়া পেয়ে সাধু সেজে পরে আবার নিজরূপে ফিরে যাবে
আর মিথ্যা সাজা ভুগে ভুগে আমার প্রাণটাই চলে যাবে
আমার ঘরেতে চাল নাই
তোমার দালানে লেগেছে মোচ্ছব । । । । ।
তোমার ঘর ভরছে টাকা - গয়নায়, চড়ছ তুমি রোজ দামী গাড়িতে
আমার কালঘাম ছোটা পরিশ্রমের ভাগ মারছ তুমি প্রতিবারেতে
ঠাকুরের নামেও চাঁদা তুলে মোদের ভাঁড়ার করছ খালি
পরের ধনে পোদ্দারি করে জুটছে তোমার বেলায় হাততালি
আমার ঘরেতে চাল নাই
তোমার দালানে লেগেছে মোচ্ছব । । । । । ।