এককাপ চা, একটুখানি হিমেল বাতাস
ছিল না কোন লুকানো উত্তাপ, মন কষাকষির আভাস
কথার খেলাপ কখনো করি নি তা বলব না
এ কথা সে কথা কত কথাই যে বলা হল না
মন্দ-ভালোর খেলার মাঝে, কোন ফাঁকেতে দেখি
উড়ে গেছো তুমি কোথায়, ভাঙা খাঁচা, নেই অচিন পাখি
অনেক বছর কেটে গেল, কোন যোগাযোগ নেই
তবুও আজও মনটা হু হু করে, তুমি রয়েই গেলে সেই
বিশেষ কিছু অবশিষ্ট হয়তো আর থাকার কথাও নয়
তাও তো অনেক কথারা উঁকি মারে, আর ফাঁকা মন একা একা সয়।