সন্ধ্যা এসেছে জানলার পাশে নেমে—
কালো ক্যানভাসে স্প্যাচুলা খোঁচানো দাগ।
তারাগুলো যেন বেহিসেবি ভাবে আঁকা,
ম্যারিলিন মনরো এই রূপে হতবাক।
সন্ধ্যা আমার উদ্ধত বেয়নেড,
হতাশার মাঝে জলন্ত অরবিট,
একই সাথে জন লেননের মেলোডি—
ভায়োলিনে বাজা রবীন্দ্রসঙ্গীত।
সন্ধ্যা আমার কালো চামড়ার মেয়ে,
খোলা পিঠ জুড়ে তারা দিয়ে ট্যাটু আঁকা—
হাওয়ার দাপটে উড়ে যায় খোলা চুল,
চাঁদের আলোয় বুকটুকু শুধু ঢাকা।
সন্ধ্যা আমার অসময়ের মালকোশ,
সন্ধ্যা আমার একতরফা প্রেম,
কল্পনা আর আবেগী বাতায়নে—
চার দেওয়ালের বনলতা সেন।