হয়ত এবার, নয়ত একটু পরে—
ঝিলামের কোলে লুটিয়ে পড়বে রোদ
ঢেকে দিয়েছে গোধূলির আবরণে,
রাত নিতে চায় সকালের প্রতিশোধ।
দম বের করা চার্চের বোবা ঘড়ি—
সুররিয়ালিজম ফিরে চায় তার দিকে,
শুরু হয়েছে অন্ধকারের পালা—
শুরু হয়েছে শুকতারাটার থেকে।
আঁধারের বুকে কালপুরুষের তারা—
কল্পনা জুড়ে মোনালিসাটার মুখ,
রোদ — সেটাকেই কেড়েছিল হিংসাতে
রাতের থেকে রাতকাটাবার সুখ।
মুখে তাই আছে অবক্ষয়ের ছায়া
মোনালিসা তাই নীরব নয়নে চেয়ে,
অভিমান নিয়ে বসে আছে তাই একা।
অজানার কাছে রহস্যময়ী মেয়ে।