তোমার দূর্ভেদ্য স্তব্ধতাটুকু
আমায় বুক ভরে শুনতে দাও।
ঠিক যেন মৃত্যুর মতো শোনায়।
তোমার কোলে মুখ ঘষে
ঘুম ভেঙে ওঠা সকালের
চিকন আলোর প্রতিধ্বনি, ছড়িয়ে পড়েছে
আরও দূরান্তের কোলে।
দুচোখ ভরে তাকে দেখতে দাও।
তোমার বুক চুঁয়ে পরা ঝর্ণার—
ধারাভাষ্যে, তুমি অপরূপ বর্ণনায় বর্ণনায়িত।
তাকে অন্তর দিয়ে আহরণ করতে দাও।
নিঃশব্দই কি তোমার সৌন্দর্যের রূপায়ণ?
সংকল্পিত মৌনতাই কি তোমার প্রেমালিঙ্গনের ভাষা ?
এমনকি মৃত্যুরও প্রধান উপচিতি ?
তবে বিলিয়ে দাও তোমার শাশ্বত অনুরক্তি। মিলিয়ে যাক সব সৌন্দর্যের ধরনীগর্ভে,
— শুধু তোমায় ভালবেসে।