প্রজ্জলিত হবে সেদিন নিরক্ষীয় প্রভাবে,
ভোরের আলোয় টাটকা ফোটা রূপ,
স্তব্ধ করে দেবে।
মুগ্ধতাটুকু রেখে গেলাম সবিস্ময়ে,
সেই অনুপম কান্তিকে জানাই শ্রদ্ধা—
আগন্তুক পরিচয়ে।
তোমার রূপের অপরিসীম উজ্জ্বলতা -
আকাশের ললাটের তিলকসম অঙ্গরাগ,
আর প্রকৃতির উচ্ছ্বলতা।
শৈলপ্রান্তের রজতশুভ্র হেমকান্তি তুষারাবৃত,
আলিঙ্গনে মত্ত মেঘমালা, তার
বক্ষঃস্থলে আশ্রিত।
অভিহিতকরণের সঠিক ভাষা, সঙ্গা,
আজও অজ্ঞেয়; তুমি একমেবঅদ্বিতীয়ম,
কেবল কাঞ্চনজঙ্ঘা।