নিশীথের ঠান্ডা বাতাসে
অলক্ষ্যে কে যেন আসে,
জারুলের বেগুনী রঙের মত
এসব শীতের রাতে
আমার হৃদয়ে মৃত্যু আসে।

তবু ওই নক্ষত্রের আলো,
নীরব রাত্রির শেষ প্রহরে,
অন্তরে জাগায় ক্ষীণ আশার আলো,
যেন তুমি আবার ফিরে আসবে
নতুন রঙের বিভায় ভরে।

তবু হিম শীতের চাদর ঢাকা,
স্মৃতিরা ঘিরে রাখে আমায়।
তুমি কি জানো, এ মন এখনো
তোমার প্রতীক্ষায় সময় কাটায়?

গহন রাতের নীরবতা,
প্রতিটি মুহূর্তে তোমার ছবি।
ভাঙা স্বপ্নের টুকরো গুলো,
আঁকড়ে ধরে হৃদয়ে পাথরে,
এমনই হয় প্রেমের দুঃখের চিহ্ন।

তবুও আশার এক ঝলক,
চলতে থাকি, গোধূলি বেলায়।
হৃদয়ে জ্বালিয়ে রাখা,
একটি অদৃশ্য বাতি
তোমার ফিরে আসার প্রতীক্ষায়।