এই তুমুল নগরীতে আমি অচেনা, মানুষের চিহ্নে ঢেকে যাওয়া রাস্তায়
শুধু শুনি গাড়ির কর্কশ ধ্বনি,
আর কাঁচ ভাঙার শব্দ।
যে স্বপ্ন ছিলো চোখে,
কবে যে বেদনায় গলে গেলো তার খবর কেউ রাখেনি।

জানো, এখানে আকাশটা অনেক দূরে,
তবু কেউ তাকায় না সেদিকে।
বিলবোর্ডের আলোয় ছেয়ে গেছে তারা,
আর পূর্ণিমার চাঁদ লুকিয়ে আছে ভবনের ছায়ায়।

অন্যের ছায়া পেরিয়ে
নিজেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত এ পথিক,
একদিন হয়তো খুঁজে নেবে মুক্তির আকাশ,
আবার ঝরাবে বৃষ্টি -
অপলক দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবে
কেমন তুমুল বৃষ্টিতে ধুয়ে যায়
মলিন এই নগরীর সবকিছু।