সুদিন আসবে বলে রাখি আশা প্রাণে,
এ আঁধার শেষে দেখা দিবে কি আলো?
যদিও সহনশীল, ক্লান্ত মন-বুক ঢালে,
তবু জেগে রয় স্মৃতি, ভালোবাসা শীতল।
মেঘের আড়ালে ঢাকা সূর্য হাসবে,
মিলন হবে যেন বিচ্ছেদের মাঝে,
স্নিগ্ধ হাওয়ায় নতুন কুসুম ফুটবে,
ব্যথা ভুলিয়ে দেবে ফুলের সুবাসে।
প্রতিক্ষণে আঁকিবুঁকি স্বপ্নের ছোঁয়া,
কালের হাত ধরে দূর হবে আঁধার,
যে আশা জমা থাকে এ অন্তর কোণে,
সে আশাই জ্বালে আলো, দূর করে ভয়।
সুদিন আসবে বলি, এই মনের মাঝে,
অপেক্ষার প্রহর কাটাই নির্জনে।