দেখো, আরেকটি বছর ঝরে পড়ল কালের পাতায়,
স্মৃতির চাদরে ঢেকে গেলো দিন রাতের খাতায়।
সুখ ছিলো ক্ষণিকের প্রজাপতির মতো,
যে রঙ দিয়ে আঁকা হলো, সে-ই ঝরালো আলো।
হতাশা এসে কড়া নাড়ল মনের দরজায়,
স্বপ্নগুলো ভাঙলো, তবু দাঁড়ালাম বজ্র ছায়ায়।
ক্লান্ত শরীর টেনে নিয়ে যাই অনিশ্চিত পথে,
তবু হৃদয় বলে, “এগিয়ে চল, হয়তো আছে মুক্তি থেমে।”
আবেগের ঢেউয়ে ভাসতে ভাসতে
হৃদয়ের বাঁধ ভাঙল হাজার কথায়।
কখনো চোখের জল, কখনো হাসির রং,
২০২৪-এর দিনগুলো গেলো নানা ঢঙ।
তবু জীবন থামে না, আশা থাকে এক কোণে,
২০২৫ আসছে, নতুন গল্পের টানে।
তাই বলি, বিদায় ২০২৪,
তোমার শিক্ষা আর অনুভূতি বেঁধেছি হৃদয়ের ঘরে।