সকালে উঠেই হাতে মোবাইল,
গুড মর্নিং দিয়ে শুরু টাইমপাস রাইম!
চা-টা রেখে স্ক্রলিং চলে,
কত লাইক পড়েছে দেখে মনের জ্বালা ভুলে।
অফিসে গিয়ে করে বড় বড় কথা,
"ফাইলে আছে বাণিজ্যের মন্ত্রচিতা।"
বস আসে পাশে, বলে খুব বাহবা,
আসলে সে শুধু দেখে নিউজফিড খোলা!
বিকেলে অফিস শেষে চায়ের দোকান,
সকলের ফোনে তখন চ্যাটের ঝড় ওঠে তোলপাড়।
সামনে বসে বন্ধু হাসে মুখে,
আর মেসেজ আসে অন্য পক্ষ থেকে মুহূর্তে।
রাত হলে বিছানায় মোবাইল হাতে,
নেটফ্লিক্সে চলে সিনেমার যাত্রাপথে।
প্রযুক্তির যুগে জীবন বেশ মজা,
সত্যি, বাঙালির ঠাটবাটে কোনো কমতি রাজা!