কিরে কিরে, কথার ফাঁদে আটকে গেলি লোক,
ভুলে গেলি খুব সহজেই বোন আসিয়ার শোক।
ইস্যু পেলে উল্লাস তোর, মাতিস হইহুল্লোড়ে,
বিবেক, নীতি বেচে দিলি, অন্ধ হয়েছিস রে!

একটার পর একটা ইস্যু, খুঁজিস নতুন রঙ,
সত্য মিথ্যে গুলিয়ে খাস, তবু নেই সংশয় ঢঙ।
কোনটা ন্যায়, কোনটা অন্যায়—তা কি বুঝিস আর?
অপকর্মের সেরা দেশে হারাল মানবতার ধার!

স্বার্থ ছাড়া কেহ বলে না, নেই আদর্শ বোধ,
লাভের ছলে হারিয়ে গেলো ন্যায়ের সাদা রোদ।
নতুন ইস্যুর আগুন জ্বলে, ছাই হয়ে যায় ক্ষণ,
বিবেকহারা জাতির মাঝে কবে আসবে মন?

কিরে কিরে, জেগে ওঠ, খুল বিবেকের দুয়ার,
স্বার্থ ফেলে সত্য ধর, করিস না আর প্রতার!
লোভের মোহ ছাড় রে এবার, আয় হাতে রাখ হাত,
ন্যায়ের পথে চললে তোর হবে না কোনো মাত।