এক লহমায় ভেসে যাবো
ছেড়ে যাবো বিষাদের ঘর, অনুযোগের শহর
সাথে নেবো অসুখী চোখ
কিংবা তাসের আসর।

যে গল্পে ছিল না রং
ছিল শুধু শূন্যতার ঢেউ,
সে গল্পের সব পৃষ্ঠা ছুঁড়ে
পাড়ি দেবো অচেনা এক বনে।

যেখানে নেই কোলাহল, নেই কোনো খাঁচা
শুধু স্বাধীনতার অজানা ভাষা।
আকাশে উড়ে যাবে পাখি
আমার চোখে বাঁধবে তারা মনের ফাঁকি।

এক ঝড় এসে মুছে দেবে
সব স্মৃতি, সব ব্যথা
আমি হবো মুক্ত
আমি হবো স্রোতের মতো একা।