মেয়েটি যেই ফুলের মতন ফোটে,
মেয়েটি যেই রোদের মতন ওঠে।
মেয়েটি যেই জোছনা জমায় ঠোঁটে,
অমনি কারো পুনর্জন্ম ঘটে।

মেয়েটি যেই বাতাস ছুঁয়ে চলে,
গোধূলির রং মেখে স্নিগ্ধ জলে।
মেয়েটি যেই স্বপ্ন বুনে চোখে,
ভালোবাসা ফেরে নতুন শপথে।

তার হাসিতে ভোরের আলোর দোলা,
তার কথাতে রূপকথারা বলা।
তার ছোঁয়াতে ধূলিকণা গান গায়,
তার ছায়াতে শান্তি নেমে আসে হায়।

মেয়েটি তো এক আশ্চর্য গল্প,
যার স্পর্শে জেগে ওঠে সবকিছু নবলব্ধ।
তার আগমনে আঁধারও হয় আলো,
তার বিদায়ে বুকে জমে বিষাদ কালো।