কুটনী পিসি, গ্রামে সবার ভয়,
তার নামে উঠেছে কত শত কল্পকথা জড়ায়।
মুখে মিষ্টি, মনে তার বিষ,
পরের সুখ দেখে জ্বলে তার দৃষ্টিশিশ।
স্বামীকে তো সে পছন্দই করে না,
তার জীবন যেন ছলনার সরোবর ভরা।
অন্যের সংসারে আনে ঝড়-তুফান,
নষ্ট করে ভালোবাসা, বাঁধে শত গান।
ভাইদের ঠকিয়ে নিয়েছে ধন,
তবু মন নেই তৃপ্ত, খোঁজে নতুন ধরণ।
ছেলে তার নেশায় মত্ত, পথে হলো চেনা,
কিন্তু পিসির মুখে সে বড় সাধু পেনা।
পাড়ায় বসে করে গল্পের কারবার,
কথার ফাঁকে ফাঁকে ছড়ায় বিষের ধাঁর।
নিষ্ঠুর মন তার, নেই দয়া একটুও,
গ্রামের মানুষ এড়ায় তাকে যতটুকু পারুক।
কুটনী পিসি, জীবন তবু মিছে,
নিজের সুখে অন্ধ, পরের দুঃখ মিছে।
জীবনের শেষে আসবে যে বিচার,
তখন কী বলবে তুমি, কী হবে ত্রাণের পাথার?