জীবন মানে মৃত্যূর ওপিঠ,
একটি প্রশ্নবোধক চিহ্ণ-
জীবনকে ঘিরেই যত আশা,আকাঙ্খা
,দুঃখ, যন্ত্রণা এক খাবলা মাংস ছিন্নভিন্ন
জীবন মানে অপমান,
অপসংস্কৃতির দোহাই,
বিভীষিকাময় রাত,কলঙ্কময় অধ্যায়,
হতাশা,মান অভিমান টিট্কারীর বেহাই
জীবন মানে ভালবাসার ফসল,
কোন এক মায়াবী রজনীর
জীবন মানে বোঝা বহনের হাতিয়ার,
এক নতুন সংসারির
জীবন মানেই শতবেদনায় ঘেরা
দুঃখী দুঃখী মুখাবয়বের এক বাস্তব তৈলচিত্র,
এর মানেই হলো আপন
স্বকিয়তায় ছুটে চলার মানবক্ষেত্র
জীবন মানে
মৃত্যুর কাছ থেকে কর্জ নেওয়া
কিছু'টা সময়