হে চিরন্তন প্রেমময়ী,
তোমার আঁখির গভীরতায় যেন ব্রহ্মাণ্ডের সকল গোপন বাণী লুকায়,
তোমার মুখের কিরণে ভাসে নিবিড় বিষাদের মাধুর্য,
যেন তারায় তারায় জড়াইয়া রেখেছো মনোজাগতিক সুধার নিকেতন।
তোমার কণ্ঠের রসধারা শ্রবণে,
হৃদয় ভেসে যায় অনন্ত বেদনায় ও আনন্দে,
অস্তিত্বের প্রতিটি অনু যেন তোমার মায়াময় স্বরে মোহিত,
জন্ম জন্মান্তরে প্রিয়ের প্রতি সেই অনিবার্য আকর্ষণ।
হে প্রিয়তমা,
তোমার স্পর্শে আসে এক অমোঘ শান্তি,
যেন সময় থেমে যায় প্রাচীন অতীতের অমৃতলাভে।
চলো, চিরকাল মোহের বন্ধনে আমরা বিলীন হই,
মর্ত্যের সকল বিষাদ ত্যাগিয়া, চিরন্তন সুধার মগ্নতায়।