চিন্তা আর চিতা, দুটোর মাঝে,
এক বিন্দুর তফাৎ যে সাজে।
চিতা মৃত মানুষকে জ্বালায়,
তো চিন্তা জীবিত মানুষকে পোড়ায়।

চিতা থামে, ছাই হয় শেষে,
চিন্তা বয়ে চলে অবিরত দেশে।
মন পোড়ায়, হৃদয় ভাঙে,
শান্তি কেড়ে নেয়, বিষাদ ঢাকে।

তবে কেন এ বোঝা বয়ে বেড়াই?
জীবন তো ক্ষণিক, কেন শান্তি হারাই?
চিন্তার আগুন নিভিয়ে ফেলি,
প্রশান্তির আলোয় পথ গড়ি।

তাই বলি, আসো, সুখকে ডাকি,
চিন্তাকে বিদায়, আনন্দের ফাঁকি।
চিতা একদিন থামে, এটাই নিয়ম,
চিন্তা ছেড়ে বাঁচাই জীবন!