ভুলগুলো আমার থাক

সুধীর দাস

চিরদিন তুমি ঠিকঠাক আমি ভুল
তুমি ভোরের কুসুম আমি ঝরা ফুল
তুমি সূর্যালোকে দ্যুতি আমি অন্ধ একা
আমার আঁধারে আমি অন্ধকার রেখা।

তুমি যাও আলো রথে আমি অন্ধপথে
আমার জীবন গড়ি ব্যর্থ ভবিষ্যতে
মনের খাঁচায় বন্দী করে কি যে হবে
উড়ে যাও আকাশের মুক্ত নীল নভে।

ভুলগুলো আমার থাক করবোনা ভাগ
ভালোবাসা মিছে আশা মিছে অনুরাগ
ভালোবেসে আর বাড়াবোনা কোন ঋণ
প্রেমের ভিক্ষুক আমি চলে যাবে দিন।

তুমি চিরকাল ঠিক আমি চির ভুল
তুলবোনা কারো জন্য রক্ত জবা ফুল
গাঁথবো না কারো জন্য প্রেমেরই মালা
বুকে যত রক্ত ঝরুক বাড়ুক জ্বালা।

চির সুন্দর তুমি রূপশ্রী অষ্টাদশী
তোমার বুকে আলো নক্ষত্র রবি শশী
আঁধারের পথযাত্রী যন্ত্রণার কুলে
চিরদিন বেঁচে থাকা বুকভরা ভুলে।

তুমি ভালো থেকো আমি থাকি কষ্টে
ভেজা চোখে হাহাকার প্রাণ হোক নষ্টে
অধিকার নাই কিছু তোমাকে পাবার
তুমি ঠিক আমি ভুল  বলছি আবার।

অভিমান নাই আর অধিকার হীনে
মিছামিছি কি হবে ভালোবাসার ঋণে
তুমি থাকো আলো রথে আমি থাকি কালো
ভালোবাসা ঋণী হয়ে থাকে কেউ ভালো?

কলকাতা
০৭,০৭,২১