ভালোবাসা ভিজিয়ে রাখি অশ্রুজলে

সুধীর দাস রূপম

ভুলতে গেলেও বোঝাপড়া কষ্ট আঁকে
যন্ত্রণারা বুকের ভেতর লেগে থাকে
রাত্রি জেগে চোখের জলে স্বপ্ন বোনে
ঘুমহীন মন উথাল পাথাল বুকের কোণে।

চাইলে যদি সব পাওয়া যায় তাই কি হয়
ব্যর্থ ছাড়া জীবন কি কখনো সুন্দর রয়?
সময় ফুরোয় পূর্ণ হলে প্রেমের যত আশা
হারিয়ে যায় আবেগ সোহাগ যত ভালবাসা।

সাদা ভোর পেতে গেলে মেঘ-বৃষ্টি চাই
নীল কালিতে প্রাণশৈলী মারে যদি ঘাই
পাবো যারে পাই না তারে নিজস্বতা রাখি
প্রেম চলে অস্তাচলে বিনির্মাণে থাকি।

ভুলতে গেলে যায় না ভোলা হৃদয় গলে
ভালোবাসা ভিজিয়ে রাখি অশ্রুজলে।

কলকাতা
সকাল-১১.২০
১৪,০৫,২২