ভালোবাসি এই ভেবেই
#সুধীর_দাস
কিছু কিছু ভালোবাসা জেগে থাকে মনে
কিছু হৃদয় ভাসে চোখে শুধু ক্ষণে ক্ষণে
কিছু কথা কেঁদে মরে ধুকে ধুকে বুকে
কিছু হাসি ঝরে পড়ে হেয়ালির দুঃখে।
সব কথা যায়না বলা শুধু বুকে কেঁদে রয়
কিছু সুর বাঁশিতে বাজে পুড়ে পুড়ে ক্ষয়
কত ফুল ফোটে থাকে ঐ আকাশের গায়
সব ফুলে হয় না মালা লাগেনা দেবীর পায়।
বলি বলি করে করে কিছু কথা হয় না বলা
নীরব হয়ে কিছু প্রেম থাকে নিভু নিভু জ্বলা
অন্তর জ্বলে পুড়ে কখনো কিছু কিছু মন
যন্ত্রণার কষাঘাতে কাঁদে অনুক্ত সর্বক্ষণ।
আকাশের তারা তবু চিরদিন আকাশে জ্বলে
জোসনার ধারাপাতে সারারাত কথা বলে
শুকতারা কেঁদে মরে কি জানি সুখের আশায়
কিছু প্রেম মনে মনে শুধু চোখের জলে ভাসায়।
পাবোনা জানি তোমায় সুখ আকাশের তারা
স্রোত হীন নদী তবু চলে জানি গতিহীন ধারা
শ্রাবনসন্ধ্যা নামে মনের কোনে তোমার জন্য
ভালোবাসি এই ভেবেই প্রার্থনায় জীবন ধন্য।
কলকাতা
সন্ধ্যা-০৭,১৫
১৭,০২,২২