ভালোবাসা ছোঁয়াছুঁয়ি হৃদয়ের খেলা

সুধীর দাস রূপম

কত অভিমান দেখি তোর চোখে মুখে
সবটুকু চাই তার আমি শূন্য  বুকে
অভিমান ছাড়া বল ভালোবাসা হয়?
নির্জনে নিষাদ আমি মানি পরাজয়।

ভালোবাসা ছোঁয়াছুঁয়ি হৃদয়ের খেলা
রাত্রির তাঁবুর নিচে নক্ষত্রের ভেলা
যেভাবে জলেরা যায় সাগরের পানে
সুরের পাখিরা মাতে কুহু কুহু তানে।

সেভাবেই তুই আয় প্রেমে বুকে মিশে
নিষাদের অভিজ্ঞান পাক ফিরে দিশে
ধুলোমাটি বাধা সব শর ঘাসগুলি
বুকের আবেশে রেখে, এঁকে রঙতুলি।

বুকে রেখে ভালোবাসা চোখ অভিমানে
স্বর্ণলতা লতা হোস আবেগের প্রাণে
সপ্নাতুর আদ্র প্রেম কেঁপে থাক ঠোঁটৈ
আলোর মিশ্রণে যেনো বিচ্ছুরিত ওঠে।

স্তবকে স্তবকে তোর অভিমান দেখি
আদিম দেবতা লেহ্য করে লেখালেখি
তিলক কামোদ ঝরে খুঁজে দেহ ভাঁজ
তারপর অভিমান খুলে ফেল লাজ!

কলকাতা
দুপুর-০২.১৫
০৬,০৪,২২