ভালোবাসা মানে
সুধীর দাস

ভালোবাসা মানেই পেয়ে সব হারানো
তবুও বেঁচে থাকা সোজা হয়ে দাঁড়ানো
ভালোবাসা মানে হারিয়ে যাওয়া কষ্ট
তিলে তিলে দগ্ধ প্রাণ পুড়ে করা নষ্ট।

ভালোবাসা মরীচিকা আলেয়ার আলো
বেদনা কাতর জীবন আঁধার কালো
ভালোবাসা মানে দেবদাস পরিনীতা
ভালোবাসা সে বিলাসী মৃত্যুঞ্জয় চিতা।

ভালোবাসা সংসার ভাঙ্গার ইতিহাস
আকাশে  চাওয়া প্রেমের ব্যর্থ পরিহাস
ভালোবাসা মানে চির সাহারা মরুভূমি
ভালোবাসা শূন্য বুক ভালোবাসা তুমি।

ভালোবাসা মানে চির আলেয়ার মায়া
হারিয়ে গেলেও সব কাছে থাকে ছায়া
ভালোবাসা মানে দুরাশায় মিছে আশা
তবু স্বপ্ন ভালোবাসা মানে ভালোবাসা।

কলকাতা
৩১,১০,২১