ভালোবাসা যদি নিক্তি দিয়ে মাপা যেত

সুধীর দাস

ভালোবাসা যদি নিক্তি দিয়ে মাপা যেত!

মৌমাছি তবে  আঁকত না ঠোঁটে কলঙ্ক
একশোবার তোমাকে বকা দেই
একশোবার তোমার সাথে ঝগড়া করি
উপহাসের পাত্র হয়তো উপচে পড়ে
তোমার চোখে গরম জলে
বেদনার বিষন্নতা বাড়ে, কষ্ট হয় খুব তোমার।

কিন্তু তুমি কি জানো
হাজারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি মনে মনে
একশো আটটি নীল পদ্ম খুঁজি তোমার জন্য
তুমি শুধু ভালো থেকো চিরদিন।

তুমি যে আমার প্রিয়তমা
আমার মৃন্ময়ী প্রতিমা।

কি করে বোঝাই বলো।

ভালোবাসা যদি ফুল হত
ভালোবাসা যদি বস্তু হত
ভালোবাসা যদি নিক্তি দিয়ে মাপা যেত!

ভালোবাসা যদি রক্তের পাঁজর হত
রক্তাক্ত ফুলের মত সুই সুঁতোয় মালা গেঁথে
পরিয়ে দিতুম তোমার গলে।

আহা ! ভালোবাসা যদি নিক্তি দিয়ে মাপা যেত !

কোলকাতা
19,11,20