😀একটু অন্যরকম পোস্ট 😀
ভালোবাসার সাপলুডু
সুধীর দাস
সুন্দরী গো বলো,তোমায় ছাড়া কেমনে বাঁচি
যতবার কাছে যাই ততবার খেলো কানামাছি
ইনিয়ে বিনিয়ে তবু থাকি তোমার কাছাকাছি
বুকের ভিতর শুধু করে তোমারে নিয়ে নাচানাচি।
দুই
তুমি কি জানো, সারাদিন রাত তোমাকেই ভাবি
তোমার হাতে আমার রয়েছে ভালোবাসার চাবি
অনাথ মন অনাহারে থাকে করে শুধু খাবি খাবি
বলতে চাই বলতে পারিনা কি ভালবাসার দাবী!
তিন
যত কাছে যাই ততো খেলো ভালোবাসার সাপলুডু
জীবন শুধু অস্থির লাগে খেলি শুধু প্রেমের হা ডুডু
আড়ালে থেকে শুধু চেয়ে থাকি মন করে পুডু পুডু
যেখানে যাও থাকি কাছাকাছি প্রাণ করে গুডুগুডু।
চার
হাত বাড়াই গোলাপ হাতে ফস্কে উঠে তোমার ভুরু
চোখ রাঙানিতে আমার প্রাণ,খান খান হয় উরুউরু
পালাই পালাই মনে আমার দূরে ছুটি বুক দুরু দুরু
বুকের ভেতর শুধু বাজে যুদ্ধংদেহী প্রেম পাণ্ডব কুরু
পাঁচ
হে প্রিয়সী মন উদাসী আমার বুকে প্রেম ঢালো
শূন্য বুকের আঁধার ঘরে প্রেমের প্রদীপ জ্বালো
এত কেন মিছে মিছি করো দরকষাকষি, ভালো
আমি কি নচ্ছার অসুন্দর? নাকি কয়লা কালো?
কোলকাতা
২৩,০৩,২১