তুমি মনে না রাখলেও
সুধীর দাস
তুমি মনে না রাখলেও আমি মনে রাখি
জীবনের স্মরণসভায় তোমার ছবি আঁকি
স্বপ্নের বাসর সেজে করি কত যে খেলা
আকাশের চাঁদের সাথে ভাসিয়ে ভেলা।
আমার মন ভুলো নয় তুমি থাকো ভুলে
সারাদিন আমি শুধু মালা গাঁথি ফুলে
সারাদিন আমি শুধু চেয়ে চেয়ে রই
তোমার ছবি বুকে নিয়ে কত কথা কই।
কেমন যেন বুকের ভেতর করে ধুক পুক
পাঁজর খুলে রক্ত ঝরে যন্ত্রণায় চুক চুক
চোখ কেন ভিঁজে যায় স্বাদ নোনা জলে
তুমি কথা বলোনা,আমার মন কথা বলে।
তুমি পাষাণী,নিষ্ঠুর আমার প্রাণ খোলা
তোমাকে নিয়ে সব সময় মনে দেয় দোলা
বুকের নিশ্বাসে শুধু তোমার সুর বাজে
আমার বিশ্বাসে আছো তুমি সকল কাজে।
তুমি শুধু ভুলে থাকো আমি তোমায় ভুলিনা
হৃদয়ের বাঁধন শক্ত করি কখনো খুলিনা
যত দূরে যাও তুমি আমি আগলে রাখি
তোমার পাশাপাশি কাছাকাছি স্বপ্ন আঁকি।
কোলকাতা,বিকাল 4.30,12.12.20