তোমায় ছাড়া ফাগুন বেলা
সুধীর দাস
তোমায় ছাড়া ফাগুন বেলা ভাল্লাগে না মোটে
তোমায় ছাড়া পলাশ বনে ফুল ফোটে না মোটে
বউ কথা কও কয় না কথা
কোকিল কণ্ঠে নীরবতা
তোমায় ছাড়া ফাগুনে প্রজাপতি না ছোটে
ফুলে ফুলে মৌমাছিরা নেয়না মধু ঠোঁটে।
তোমায় ছাড়া ফাগুন বেলা গয়না পাখি গান
তোমায় ছাড়া ফাগুনবেলা বাঁচে না মন প্রাণ
শুকিয়ে যায় ফুলের মালা
মনে আগুন বাড়ে জ্বালা
বুকের ভেতর ধিকি ধিকি জেগে ওঠে তান
মন মরা হৃদয়ে থাকে না বেঁচে থাকার টান।
তোমায় ছাড়া এই ফাগুনে জোছনা ভরা চাঁদে
তারার আলো ঝিকিমিকি ধুকে দুকে কাঁদে
জোছনার আলো ধূসর লাগে
বুকের দহন ব্যথা জাগে
বাতাস ভাঙ্গে উষ্ণ নিঃশ্বাস নির্জনতার নাদে
পাতাবাহার ঝরা পাতায় ব্যথার বাঁধন বাঁধে।
এই ফাগুনে তুমি ছাড়া আমি ভীষণ একা
জরাজীর্ণ গুহা গর্ভে আঁধার কালো দেখা
কাঁটার আঘাত বিঁধে বুকে
জীবন কাটে দীর্ণ দুখে
নিঃসঙ্গতায় চোখের প্রণয় ব্যর্থ জীবন শেখা
তুমি ছাড়া এই ফাগুনে আমার মরন লেখা।
♥️
কলকাতা, ২ ফেব্রুয়ারি-২৩