তুমি আমার দেবী প্রিয়া
সুধীর দাস
ওই চোখে ভরে আছে কত সুখ মায়া
যতোবার দেখি আর মনে মনে ভাবি
তুমি আমার চির ভালোবাসার ছায়া
মনে হয় তুমিই বেঁচে থাকার চাবি।
যত দেখি বারবার আরো যেন দেখি
তোমাকে দেখার কোন হয়না তো শেষ
তুমি আমার কবিতা বুকে লেখালেখি
বুকের গভীরে রাখি নাই ভাব লেশ।
তোমাকে ভালোবাসি মিটেনা যে খিদে
এক পলক না দেখলে কান্না ওঠে চোখে
তোমাকে বেঁধে রেখেছি আমার এ হৃদে
তুমি আমার প্রেম পূজি মানসলোকে।
তোমাকে ছাড়া মনে লাগেনা কিছু ভালো
ভালবাসি তোমাকে ফুল পাখিরা জানে
তুমি আমার চাঁদ আকাশ ভরা আলো
তুমি আমার দেবী প্রিয়া আমার প্রাণে।
৩০ অক্টোবর রাত, ২০২১, কলকাতা