তুই আমার কবিতা
সুধীর দাস
কবিতা, তুই কবির বাগানে ফুটে থাকা ফুল
তোকে ছাড়া কবির জীবন বেঁচে থাকা ভুল
আমার মত এতো চোখে কে ফেলবে জল
আমার মত এমন করে কে ভালবাসবে বল?
তুই তো নক্ষত্র জ্যোতি সকল কবির আলো
তোকে ছাড়া কবির জীবন চিরদিন কালো
তুই ছাড়া কবির ভুবন চিরকাল মরুভূমি
তুই কবির প্রার্থনার দেবী চির মনোভূমি।
কবিতা বাঁচে না কবির ভালবাসা ছাড়া
কবিও বাঁচে না একা কবিতাকে হারা
কবিতা চায় সম্মান চিরদিন কবির কাছে
কবিও কবিতা ছড়া বল কি করে বাঁচে?
কবিতা চায়না জানি ভালোবাসা ছাড়া বিত্ত
কবির ভালোবাসা পেলে কবিতার সুখী চিত্ত
ঠায় দাঁড়িয়ে কাঁদিসনে কবিতা তুই আমার
তোকে ছাড়া বাঁচি না আমি বুক হাহাকার।
ফিরে আয় তুই কবিতা তোকেই ভালোবাসি
অর্থ নয় বিত্ত নয় দুজনে ভালোবেসে বাঁচি
চিরদিন এক আকাশের তলে দুজনে থাকি
ভালোবাসার বাহুডোরে স্বপ্নের সৌধ আঁকি।
কলকাতা
রাত-১২.০০
০৭,০৩,২২