তৃষ্ণার রাতে ঘুম আসে না
সুধীর দাস
হাত ইশারায় ডাকলে দাও না সাড়া
তোমায় নিয়ে বুকে কত পাগলপারা
মনে বাজে হাজার তারা স্বপ্ন নুপুর
সকাল সন্ধ্যা সারাবেলা রাত্রি দুপুর।
নদীর বুকে জল টলমল ছায়া খেলে
নীল আকাশে পাখি উড়ে ডানা মেলে
আমারো মন পাখির মত উড়তে থাকে
দুহাত পেতে হাতছানিতে কাছে ডাকে।
চাঁদের আলো জোছনা মাখা রাত্রিবেলা
আমার বুকের স্বপ্ন ছুঁয়ে ভাসায় ভেলা
হাসনাহেনা ফুলের সাথে গন্ধ ছড়ায়
মনটা যেন কেমন হয়ে আবেগ ভরায়।
পাবনা যা তাই নিয়ে আজ স্বপ্ন আঁকি
বোবা মনের বুকের ভেতর ভেজে আঁখি
ঝড় বৃষ্টিতে ভিজে যায় হাতের লেখা
ধুলো হাওয়ায় মুগ্ধ ছবি যায় না দেখা।
তৃষ্ণার রাতে ঘুম আসে না শূন্য বুকে
ঘুম ভাঙ্গানো স্বপ্ন কাঁদে শোকের দুখে
পথ চলা আজ নির্বাক চোখে একা একা
শূন্য ভুবন আমার জীবন ভাগ্যে লেখা।
❤️
কলকাতা, সন্ধ্যা ০৮.৩০. মার্চ ১৯.২৩